নিউজ ডেস্ক : ‘দখল-চাঁদাবাজি করলে আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন’: মির্জা ফখরুল
ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “যদি দখল-চাঁদাবাজি করেন, তাহলে আপনিও আওয়ামী লীগ হয়ে গেলেন।” তিনি জোর দিয়ে বলেন, এই সব দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধেই বিএনপির সংগ্রাম। আজ বুধবার (১৮ জুন, ২০২৫) এক অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।
দখল-চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি
বিএনপি মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো কিছু জোর করে দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি। আইন যেন নিজের হাতে তুলে না নিই।” এর মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদের প্রতি সুশাসন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বার্তা দিয়েছেন।
লন্ডন বৈঠক: ঐতিহাসিক ঘটনা ও তারেক রহমানের ভূমিকা
লন্ডনের সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের তারিখ ও সময় নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছিল, তখনই এই বৈঠক দেশের মানুষকে স্বস্তি দিয়েছে। তিনি এই বৈঠককে “একটি ঐতিহাসিক ঘটনা” হিসেবে আখ্যায়িত করেন।
মির্জা ফখরুল আরও বলেন, “আমরা বলেছিলাম, ডিসেম্বরে নির্বাচন চাই। অন্যদিকে ড. ইউনূস এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলোচনার মাধ্যমে সেটি ফেব্রুয়ারিতে নিয়ে এলেন, তিনি ডিসেম্বরে অনড় ছিলেন না। এটি একজন দেশনায়কের গুণ। দেশ ও জাতির জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করেন তিনি।” এই মন্তব্যের মাধ্যমে তিনি তারেক রহমানের নেতৃত্বগুণ ও আপোসরফামূলক মনোভাবের প্রশংসা করেন।