মঠবাড়িয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে বৃদ্ধাসহ ১০ শিশু আহত

Sharing is caring!

মঠবাড়িয়া সংবাদদাতা >>
পিরোজপুরের মঠবাড়িয়ায় বেওয়ারিশ কুকুরের কামড়ে বৃদ্ধাসহ ১০ শিশু আহত হয়েছে। সোমবার দিনভর আহত দশ জনকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন, উপজেলার বড়মাছুয়া গ্রামের সোহরাব হোসেন এর দুই শিশু ফাহিম (৭) ও সাব্বি(৩), রাজপাড়া গ্রামের বেল্লাল হোসেনের ছেলে রিদওয়ান(৭), পশুরিয়া গ্রামের সগীর হোসেন এর ছেলে সুমন হোসেন(১০), দক্ষিণ মিঠাখালী গ্রামের খলিল হোসেন এর ছেলে রাজু (৯), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে আব্দুল্লাহ(৫) বাদুরতলী গ্রামের আব্দুল হামিদ এর স্ত্রী বৃদ্ধা রিজিয়া বেগম (৭৫), সাপলেজা গ্রামের নেপাল চন্দ্র শীল এর মেয়ে শ্যামা রানী(৮), দক্ষিণ সোনাখালী গ্রামের শরৎ হাওলাদার এর মেয়ে বণিতা হাওলাদার(৯) , সাপলেজা গ্রামের বিদ্যুৎ কুমার হালদার এর ছেলে বাসুদেব হালদার(৫) ।

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্তব্যরত চিকিৎসক ডা. রাকিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কুকুড়ের দংশনে দশজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কয়েকজনের শরীরে কুকুরের কামড় ভয়বহ। তিনি বলেন বেওয়ারিশ কুকুর বিপদজনক হয়ে উঠছে ।

এদিকে বেওয়ারিশ কুকুড়ের আক্রমনের বিষয়ে সংশ্লিষ্ট অভিভাবকরা জানান, প্রত্যন্ত এলাকার বেওয়ারিশ কুকুরের টিকা দান না করে কেবল পৌর শহরে নামে মাত্র দায়সারা টিকা দেওয়ার হয়েছে। ফলে কুকুরের দংশনে রোগের শংকা বিরাজ করছে ।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!