আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নিউজ ডেস্ক : ০৯/০৫/২০২২ ইং রোজ সোমবার Gare du nord এ মিঃ রেজার রেষ্টুরেন্টে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি – হাফিজ এখলাছুর রহমান (রাজু)’র সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক, মুহাম্মদ আবু সিদ্দীক আনসারীর পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্যারিস মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওঃ মাসুক আহমদ এবং নাতে রাসুল ﷺ পরিবেশন করেন বভিনী শাখার সাধারণ সম্পাদক ক্বারী রুবেল আহমদ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিদ্দিকুর রহমান নূবেল, সাংগঠনিক সম্পাদক জিল্লুল হুদা, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল আজিজ জায়েদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবীব শাহ্, নির্বাহী সদস্য ও সাংবাদিক আবুল কালাম মামুন, নির্বাহী সদস্য হাফিজ জামাল আহমদ, প্যারিস মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ জিল্লুল রহমান, সহসভাপতি, শাহ আব্দুস সামাদ, সারসেল শাখার সভাপতি, হাফিজ নূরুল আমিন, সাধারণ সম্পাদক, হাফিজ রিপন আহমদ, বভিনী শাখার সভাপতি, জুনায়েদ সিকদার, সাংগঠনিক সম্পাদক, জাবের আহমদ, কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সৈয়দ মাহদী ইসলাম, এছাড়া বক্তব্য রাখেন মাওঃ আহমদ মোজাক্কির চৌধুরী ফয়সল, হাফিজ আব্দুর রব, মাওঃ শাহিন আহমদ, উক্ত অনুষ্টানে নতুন সহ বিপুল সংখ্যাক নেতাকর্মি উপস্হিত ছিলেন।

পরিশেষে বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনা চেয়ে সংগঠনের সভাপতি হাফেজ এখলাছুর রহমান রাজুর দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়॥