ভারতের অনলাইনে শীঘই আসছে গোমূত্র,গোবরের সাবান ও গোবরের তৈরি বিভিন্ন ওষুধ ।

Sharing is caring!

ধর্মীয় কারণে ভারতে গো মূত্র ও গোবর প্রতি বিরাট একটি জনপ্রিয়তা রয়েছে। আর সেই সুযোগ কে লুফে নিতে চাইছেন বিশ্ব বিখ্যাত অনলাইনে পণ্য কেনার জনপ্রিয় অ্যাপ অ্যামাজন এবং স্থানীয় একটি হিন্দুত্ববাদী সংস্থা- আরএসএস।

ভারতের হিন্দুত্ববাদী ওই সংস্থা, আরএসএস, এসব পণ্য তৈরি করবে আর এর বাজারজাত করবে অ্যামাজন। যেখানে পাওয়া যাবে গোমূত্র ও গোবরের তৈরি সাবান, ফেসপ্যাক সহ প্রায় ৩০ ধরনের কসমেটিকস পণ্য।

আসন্ন দূর্গাপুজা থেকেই অ্যামাজনে মিলবে এসব পণ্য।

এছাড়াও গোমূত্র ও গোবর দিয়ে তৈরি ডায়াবেটিস ও হজমের জন্য বেশ কয়েকটি ওষুধ তৈরি করবে ওই প্রতিষ্টানটি । খবর টাইমস অব ইন্ডিয়ার।

আরএসএস এর মুখপাত্র অরুণ কুমার মিডিয়াকে জানিয়েছেন, ‘স্থানীয়দের চাকরির সুযোগ করে দিতেই অনলাইনে এই সব দ্রব্য বিক্রি করার কথা ভাবা হয়েছে তারা । দীন দয়াল ধাম প্রতি মাসে ১ লাখ টাকার সাজগোজের জিনিস ও ওষুধ এবং ৩ লাখ টাকার অ্যাপারেল বিক্রি করবে’।

ধামের ডেপুটি সেক্রেটারি মণীশ গুপ্তা জানান, ‘কোনো সিন্থেটিক জিনিস এই দ্রব্যে ব্যবহৃত হয়নি। সাবান, ফেসপ্যাকের মূল উপদানই হল গোমূত্র ও গোবর। আমরা গোমূত্র ও গোবর সংগ্রহ করে তা দিয়েই এগুলি তৈরি করি’।

Sharing is caring!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

YouTube
error: Content is protected !!